'বুড়ি বয়সে আর কত...' খোলামেলা পোশাকে ছবি পোস্ট করতেই খোঁচা জয়াকে
নতুন সময় ডেস্ক
|
ওয়ান সাইড অফ সোল্ডার ড্রেসে ক্যামেরায় পোজ দিয়েছেন জয়া। একটু বোল্ড হতেই বয়সের খোঁটা দেওয়া হয় অভিনেত্রীকে। খোলামেলা পোশাকে জয়া: এপার-ওপার দুই বাংলার ছবিতেই বাজিমাৎ জয়া আহসানের। বাংলাদেশের দর্শকের কাছে তো জয়া ভীষণ প্রিয়। সেই সঙ্গে বাংলা ছবির দর্শকের দিলও জিতে নিয়েছেন। সাবেক সাজে জয়ার লুক বারবার ভক্তদের হৃদয় ছুঁযে যায়। সেই সঙ্গে পশ্চিমী পোশাকেও ছক্কা হাঁকান বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশ কিছু ছবি আপলোড করেছেন জয়া। ওয়ানসাইড অফসোলডার ড্রেসে জয়ার লাস্যের ছটায় বুঁদ নেটপাড়া। জয়ার রুপে আরও একবার ক্লিন বোল্ড তাঁর অনুগামীরা। বয়স তো সংখ্যামাত্র: জয়ার বয়স এখন ৪০। কিন্তু, তাঁর গ্ল্যামার ২৪- এর তরুণীর থেকে কোনও অংশে কম নয়। অভিনেত্রীর ভক্তরাও এমনটাই মনে করেন। তাই তো কমেন্ট বক্সে এক নেটিজেন লেখেন, বয়স তো একটা সংখ্যামাত্র। সেটাই আপনি আরও একবার প্রমাণ করে দিলেন। বুড়ি বলে কটাক্ষ: জয়ার ছবিতে যখন নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তখন নিন্দুকেরা তো সমালোচনা করবেই। হলো ঠিক তাই। ছবি পোস্ট করতেই এক নেটিজেন বয়সের খোঁটা দিয়ে লেখেন, 'বুড়ি বয়সে আর কত'। ৪০- এর গ্ল্যাম ডল: জয়া আহসনের একটা বিরাট ফ্যান ফলোয়ার্স রয়েছে। তাই সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে বারবার গ্ল্যামারের ছটায় ভক্তদের হুঁশ উড়িয়ে দেন জয়া।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |