কিশোরগঞ্জে সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জে সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিশেষ অতিথি হিসেবে ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি সমকালের জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু, জেলা কালীবাড়ির সভাপতি অসীম সরকার বাঁধন ও ছড়াকার হারুন আল রশীদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ। উপস্থিত অতিথি ও সুধীজনেরা সময় টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, সুস্থ ধারা ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সময় টিভি দীর্ঘদিন ধরে তার শ্রেষ্ঠত্ব রেখেছে। পরে সময় টিভির ১৪ বছরের পদার্পণ উপলক্ষে সবাইকে নিয়ে কেক কেটে এবং মিষ্টি মুখ করে আনন্দ প্রকাশ করেন অতিথিরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও এটিএন নিউজের জেলা প্রতিনিধির শফিক আদনান, ডিবিসির জেলা প্রতিনিধি শরিফুল আলম, দেশ টিভির জেলা প্রতিনিধি টিটু দাস, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সুলতান রায়হান ভূইয়া রিপন, নেক্সাস টিভির জেলা প্রতিনিধি রোমন চক্রবর্তী, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এস কে রাসেল, মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদ পলাশ, বিজয় টিভির জেলা প্রতিনিধি শরফুদ্দিন আহমেদ জীবন, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম পিঙ্কু, চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি মানিক চন্দ্র দাস রনি, সময় টিভির ভিডিও জার্নালিস্ট শরিফুল ইসলাম, বাংলা ভিশনের ক্যামেরা পার্সন মনির হোসেন, দৈনিক খোলা কাগজের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মেরাজ নাছিমসহ আরো অনেকে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |