ভান্ডারিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
নতুন সময় প্রতিবেদক
|
পিরোজপুরের ভান্ডারিয়ায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন এবং "বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিজামুল হক নান্না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা, ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না, পুলিশ পরিদর্শক (তদন্ত) সোলায়মান প্রমূখ। এসময় বক্তারা ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাংলাদেশের স্বাধীনতা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ দিবস উপলক্ষে বিভিন্ন আলোচনা ও দিনটি উপলক্ষে অবদানকারী সকলের প্রতি দোয়া কামনা করেন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |