ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৮ মাঘ ১৪৩১
ভারতে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলাবান্ধা স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ টানা তিন দিন!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 April, 2024, 1:25 AM
সর্বশেষ আপডেট: Thursday, 18 April, 2024, 1:27 AM

ভারতে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলাবান্ধা স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ টানা তিন দিন!

ভারতে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলাবান্ধা স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ টানা তিন দিন!

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে লোকসভা আসনের নির্বাচনের কারণে টানা তিনদিন সকল প্রকার আমদানি-রফতানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের

লোকসভা নির্বাচনের কারণে আজ বুধবার থেকে আগামী শুক্রবার (১৭ থেকে ১৯ এপ্রিল) পর্যন্ত টানা তিন দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল ধরণের

আমদানি-রফতানি ও ইমিগ্রেশনের যাত্রীপারাপার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতের জলপায়গুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শ্যামা পারভীন। গত মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে এ বিষয়ে একটি নথি আমাদের হাতে এসেছে। আশা করছি আগামী ২০ এপ্রিল থেকে এই ইমিগ্রেশনের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে জানা গেছে, আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ভারতের পশ্চিম বঙ্গের জলপাইগুড়ি, আলীপুরদুয়ার ও কোচিবহার লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে আমরা একটি নথি পেয়েছি। এটি বাংলাদেশের কোন নির্দেশনা না। যেহেতু ভারত সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা প্রদান করেছে, তাই তারা এই সময়ে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনার কোন ট্রাক আসা যাওয়া করতে দিবে না। এমনকি এই তিন দিন ইমিগ্রেশন বন্ধ থাকবে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status