যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
জুবায়ের হোসেন, যশোর
|
![]() যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু মৃত সাদেক আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার মহদীপুর গ্রামের আব্বাস আলীর ছেলে। জানা গেছে, বুধবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এই আসামি নারী ও শিশু নির্যাতন দমন আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত (৩০ বছর) আসামি। ২০২৩ সালের ১১ মার্চ যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন। বুধবার (১৭এপ্রিল) ভোর ৩টা ২৭ মিনিটে তার শ্বাসকষ্ট দেখা দেয়। জানতে পেরে ওই রাতেই তাকে কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ কে এম সুজায়েত হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই সাদেক আলীর মারা যান। লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |