ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৮ মাঘ ১৪৩১
বন্দি ফিলিস্তিনিদের বৈদ্যুতিক শক দিচ্ছে ইসরাইলি সেনারা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 April, 2024, 6:49 PM

বন্দি ফিলিস্তিনিদের বৈদ্যুতিক শক দিচ্ছে ইসরাইলি সেনারা!

বন্দি ফিলিস্তিনিদের বৈদ্যুতিক শক দিচ্ছে ইসরাইলি সেনারা!

ইসরাইলি সেনাদের হাতে বন্দি ফিলিস্তিনি পুরুষদের দেয়া হচ্ছে বৈদ্যুতিক শক; আর নির্যাতন করা হচ্ছে নারীদের।এমনকি, কুকুর দিয়ে আক্রমণ করিয়ে ক্ষত-বিক্ষত করা হচ্ছে

সম্প্রতি এক প্রতিবেদনে এমন ভয়াবহ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ।
 
ছয় মাসের বেশি সময় ধরে চলছে হামাস-ইসরাইল সংঘাত। ধীরে ধীরে আরও জটিল আকার ধারণ করছে পরিস্থিতি। যুদ্ধের শুরুতে দখলদারদের দমনে শুধু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের পরিকল্পনা থাকলেও বর্তমানে এতে জড়িয়েছে ইরানসহ আরও অনেকে। পাল্টা জবাবে, নিরীহ গাজাবাসীর ওপর হামলার মাত্রা বাড়িয়েছে নেতানিয়াহু বাহিনী।
 
মঙ্গলবার ১৬ এপ্রিল গাজার মধ্যাঞ্চলীয় মাঘাজী শরণার্থী শিবিরে হামলা চালায় তারা। এতে হতাহত হন অনেকে। একইদিন উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় একটি মসজিদসহ বেশ কয়েকটি ঘরবাড়ি। আহত হন নারী ও শিশুসহ অনেকে। এখানেই শেষ নয়, গাজা সিটির পূর্বাঞ্চলে একটি গাড়িতে হামলায় নিহত হন পথচারীসহ আইন-শৃঙ্খলাবাহিনীর কয়েকজন সদস্য। তাণ্ডব অব্যাহত রয়েছে অধিকৃত পশ্চিমতীরেও।
 
গাজাবাসীদের শুধু মেরেই ক্ষান্ত হচ্ছে না ইসরাইলি সেনারা। তাদের হাতে বন্দিরা শিকার হচ্ছেন যৌন সহিংসতারও। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানায় জাতিসংঘ। বলা হয়, এখন পর্যন্ত হাজারের বেশি মুক্তি দিয়েছে তেল আবিব। তবে, বেশিরভাগের অভিযোগ তাদের সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করেছে ইসরাইলি সেনারা। বন্দিশালায় পুরুষদের বৈদ্যুতিক শক দেয়া হয়; আর নারীদের সংবেদনশীল স্থানে ছেঁটানো হয় মরিচের গুঁড়ো। পাশাপাশি কুকুর দিয়ে আক্রমণ করানো হয় তাদের। এমনকি তাদের পর্যাপ্ত খাবার পানিও দেয়া হয়নি।
 
এমন পরিস্থিতিতে গাজার ক্রমবর্ধমান মানবিক সংকটের অবসানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status