অপ্রতিরুদ্ধ দূর্গ বিজয়ী দুই অকুতোভয় যোদ্ধা
সোহেল মাহমুদ বাপ্পী
|
![]() অপ্রতিরুদ্ধ দূর্গ বিজয়ী দুই অকুতোভয় যোদ্ধা নগরীর ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনোয়ার হোসেন বিপ্লব এলাকার একসময়ের তুমুল জনপ্রিয় ব্যাক্তিত্ব মরহুম জনাব আব্দুল মালেক চেয়ারম্যানের ভাতিজা হওয়ায় বংশীয় নাম ডাকের প্রতাপে উক্ত ওয়ার্ডকে একক কতৃত্বে কুক্ষিগত করে রাখলেও এবারের নির্বাচনে তরুন মেধাবী ও জনপ্রিয় নেতৃত্ব মোঃ ওমর ফারুক সাবাসের সাথে ভোট যুদ্ধে পরাজিত হয় যা উক্ত ওয়ার্ডে একটি যুগান্তকারী পরিবর্তন। একইভাবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত ও স্বনামধন্য চেয়ারম্যান বলে ক্ষ্যাত সাবেক কাউন্সিলর জনাব মোঃ এমদাদ হোসেন মন্ডল কে পরাজিত করে এলাকার তরুন্যের নেতৃত্ব মেধাবী ও জনপ্রিয় মুখ মোঃ আবু বকর সিদ্দিক সাগর তার জনপ্রিয়তাকে প্রমান করেছেন যা স্থানীয় জনগনকে তাক লগিয়ে দেয়ার মত বিজয়।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |