ইতালি আওয়ামীলীগ বলোনীয়ার শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মনজুর আলম ইতালি থেকে
|
![]() ইতালি আওয়ামীলীগ বলোনীয়ার শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আবুল কালাম বেপারী, ডায়মন্ড শিকদার, মিন্টু চৌধুরী, সফিকুল হক জিপু, বিপ্লব হাওলাদার, মাসুম আহম্মেদ অনু সহ আরো অনেকে।আলোচনা সভায় বক্তারা বলেন স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি নিবিড় আবেগের সঙ্গে স্মরণ করে।প্রতিবছর পেছনে তাকিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় ২৬ মার্চ।সেই পটভূমিতে বায়ান্নতে রাষ্ট্রভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধিকারের চেতনার উন্মেষ ঘটে পূর্ব বাংলায়। ধাপে ধাপে তা স্বাধীনতার আন্দোলনে রূপ নেয়।সামরিক শাসন, শিক্ষা আন্দোলন,ছয় দফার আন্দোলন,গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচনসহ নানা ঘটনা প্রবাহের ভেতর দিয়ে এগিয়ে আসে একাত্তরের অগ্নিঝরা মার্চ। আমাদের মহান বিজয়ের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের আহ্বানে জেগে ওঠে নিরীহ বাঙালি।তিন লাখ নারীর সম্ভ্রম আর বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে অর্জিত হয় বিজয়। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের।অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রনি, ফিরুজ আল মামুন, শেখ আলম, আলী রাজ, মনির বেপারী আব্দুল আলিম পিন্টু, শেখ মনির, ফারুক বেপারী, কাউসার হামিদ, শামীম আহাম্মেদ, মান্নান, জনি, আলমগীর, মানিক, জেবুল হাওলাদার, দেলোয়ার, জাহিদ মোল্লা, মুক্তু মোল্লা, এবং ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম সহ উপস্থিত ছিলেন বলোনীয়া বিভিন্ন আঞ্চলিক সমিতি ও রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীগন সহ বলোনিয়ায় অবস্থানরত সকল বাংলাদেশী।ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ ইমরান হোসেন ও বাদল বেপারী। পরিশেষে বলোনীয়া শাখা আওমীলীগের সাংগঠনিক সম্পাদক পদে জিয়াদ আহসান সিফাতকে মনোনিত করা হয়।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |