এপেক্স ক্লাব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ইফতার ও মাদ্রাসার ছাত্রদের মাঝে মেজবানী
আজিজ আহমেদ, নোয়াখালী
|
নোয়াখালীর বেগমগঞ্জে এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের উদ্দেগে মাদ্রাসার প্রায় দুই শতাধিক ছাত্রের সাথে ক্লাবের সদস্য, শিক্ষক, ব্যবসায়িদেরকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল এবং মেজবানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চৌমুহনী নাপিতেরপুল উত্তর হাজীপুর রাশিদিয়া নুরানি মাদ্রাসায় এই আয়োজনে ক্লাবের সাবেক সভাপতি এপেক্সিয়ান ডাঃ শরিফুল ইসলামের তত্ত্বাবধানে ও ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান সাখাওয়াত রাসেলের সার্বিক নির্দেশনায় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা-৮ এর ডিজি এপেক্সিয়ান জসিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআনের তেলোয়াতের প্রতিযোগিতা হয়। এরপর বিজয়ীদেরকে ক্লাবের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। পবিত্র রমজানের গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিরা। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া মুনাজাত পরিচালনা করে এবং ইফতারের পর সকলে মেজবানিতে অংশগ্রহন করেন। এছাড়াও এপেক্স ক্লাব অফ নোয়াখালী, মেঘনা, সোনাইমুড়ী ও ভাষা শহীদ সালামের এপেক্সিয়ানরা এতে উপস্থিত ছিলেন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |