সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৭, আহত ৩০
নতুন সময় ডেস্ক
|
সিরিয়ার উত্তরাঞ্চলে আলেপ্পো প্রদেশের আজাজ শহরের একটি ব্যস্ত বাজার লক্ষ্য করে গাড়ি বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। ঘটনার পরের ফুটেজে মাটিতে পড়ে থাকা মৃতদেহ, ক্ষতিগ্রস্ত ভবন এবং আগুনে পুড়ে যাওয়া একটি গাড়ির অবশিষ্টাংশ দেখা গেছে। আজ রবিবার ৩১ মার্চ, এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি। তুর্কি-পন্থী মিলিশিয়াদের দ্বারা পরিচালিত এই শহরে কারা হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি সীমান্তের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার শহর আজাজের একটি ব্যস্ত বাজারে শনিবার গাড়িতে বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ত্রিশজন আহত হয়েছেন বলে বাসিন্দারা এবং উদ্ধারকারীরা রয়টার্সকে জানিয়েছেন। তারা জানান, পবিত্র রমজান মাসে ইফতারের পর গভীর রাতে কেনাকাটা করার সময় এ বিস্ফোরণ ঘটে। আজাজসহ সিরিয়ার উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলে জনবহুল বেসামরিক এলাকা লক্ষ্য করে বোমা হামলা অস্বাভাবিক কিছু নয়। ২০১৭ সালে, শহরের আদালতের বাইরে একটি গাড়ি বোমা বিস্ফোরণে ৪০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল। ইসলামিক স্টেট গ্রুপ - যেটি ২০১৩ সালে শহরটি দখল করে এবং সংক্ষিপ্তভাবে এটি দখল করে - সেই হামলার দায় স্বীকার করে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |