জেলে থেকেও মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার দল আম আদমি পার্টি (এএপি) এ তথ্য জানায়। খবর এনডিটিভি।
এএপি নেতা অতিশী বলেন, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী আছেন এবং থাকবেন এর কোনো দ্বিতীয় উপায় নেই। আমরা শুরু থেকেই সাফ জানিয়ে দিয়েছি, প্রয়োজনে তিনি জেল থেকে কাজ করবেন। এমন কোনো আইন নেই যা তাকে তা করতে বাধা দেয়। তাকে দোষী সাব্যস্ত করা হয়নি।
সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া কেজরিওয়াল হলেন প্রথম দায়িত্বরত মুখ্যমন্ত্রী। জেল থেকে মুখ্যমন্ত্রী হিসাবে তার কাজ চালিয়ে যাওয়া একটি সাংবিধানিক সঙ্কট তৈরি করতে পারে। সূত্র বলেছে, বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু যাদব যখন পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, তখন তিনি তার দায়িত্ব স্ত্রী রাবড়ি দেবীর কাছে হস্তান্তর করেছিলেন।
সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেজরিওয়ালের পদত্যাগ না করার কারণ খতিয়ে দেখছে। আইন বিশেষজ্ঞরা বলেছেন, যেহেতু তিনি একজন সরকারি কর্মচারী, কেন্দ্রকে তাকে দায়িত্ব থেকে সাসপেন্ড বা অপসারণ করতে হতে পারে । গ্রেফতারকৃত সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও এটি অনুসরণ করা হয়।
এক কারাগার সূত্র জানিয়েছে, কারাগার থেকে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করার কোনও নজির নেই। জেল ম্যানুয়ালে এর কোন উল্লেখ নেই এবং জেল ম্যানুয়াল অনুযায়ী সবকিছু করা হবে।
বৃহস্পতিবার (২১ মার্চ) ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লির বহুল আলোচিত মদ নীতি সংক্রান্ত আবগারি দুর্নীতি মামলায় মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার করেছে।
এর আগে, অরবিন্দ কেজরিওয়ালকে আজ গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন আম আদমি পার্টির নেতা অতীশি ও সৌরভ ভরদ্বাজ। দিল্লির এই মুখ্যমন্ত্রী দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির জারি করা সমন অন্তত নয়বার এড়িয়ে গিয়েছিলেন।