ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
কে এই সবুজ চোখের চেক সুন্দরী ক্রিস্টিনা পিসকোভা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 10 March, 2024, 1:35 PM

কে এই সবুজ চোখের চেক সুন্দরী ক্রিস্টিনা পিসকোভা

কে এই সবুজ চোখের চেক সুন্দরী ক্রিস্টিনা পিসকোভা

ভারতে মিস ওয়ার্ল্ডের এবারের ৭১তম আসরে অনেকেই আশা করেছিলেন, মুকুট হয়তো এশিয়াতেই থাকবে। শনিবার রাতে মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে আয়োজিত চূড়ান্ত পর্বের রাতে শেষ হাসি হাসল ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র। বিশ্বসুন্দরীর মুকুট ওঠে ক্রিস্টিনা পিসকোভার মাথায়। অবশ্য সেটা অনেকটা অনুমিতই ছিল। মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্ব যখন চলছিল, তখন ফেসবুকের মন্তব্যে যাঁর নাম সারা বিশ্ব থেকে সবচেয়ে যোগ্য হিসেবে বারবার উচ্চারিত হয়েছে, তিনি ক্রিস্টিনা। তাঁর মাথায় মুকুট তুলে দেন ২০২২ সালের পোলিশ বিজয়ী ক্যারোলিনা বিলস্কা। দীর্ঘ ২৮ বছর পর ভারতের মাটিতে আয়োজিত হয়েছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। ১২ জন বিচারকের প্যানেলে ছিলেন বলিউড তারকা কৃতি শ্যানন ও পূজা হেগড়ে। অনুষ্ঠান উপস্থাপনা করেন ২০১৩ সালের ফিলিপিনো-মার্কিন বিশ্বসুন্দরী মেগান ইয়ং ও বলিউডের প্রযোজক করণ জোহর। একনজরে জেনে নেওয়া যাক ক্রিস্টিনা সম্পর্কে।

মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরের শুরু থেকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে বারবার উচ্চারিত হচ্ছিল ক্রিস্টিনা পিসকোভার নাম।চেক প্রজাতন্ত্র হওয়ার আগে থেকেই ২৫ বছর বয়সী ক্রিস্টিনা প্রতিষ্ঠিত মডেল হিসেবে কাজ করেছেন বিশ্বের সেরা ফ্যাশন ব্র্যান্ডগুলোর সঙ্গে । ১৯৯৯ সালের ১৯ জানুয়ারি চেক প্রজাতন্ত্রের ট্রিনেচ শহরে জন্ম এই সুন্দরীর, বেড়ে ওঠা রাজধানী প্রাগে ক্রিস্টিনার হাত ধরে এবার দ্বিতীয়বারের মতো মিস ওয়ার্ল্ড খেতাব জেতার সম্মান অর্জন করল চেক প্রজাতন্ত্র। এর আগে ২০০৬ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট পরেছিলেন তাঁর স্বদেশি তাতানা কুচারোভা  প্রাগের চার্লস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করছেন এই সুন্দরী। এখন ম্যানেজমেন্ট স্টাডিজ নিয়েও পড়ছেন ক্রিস্টিনার উচ্চতা ৫ ফুট সাড়ে ১১ ইঞ্চি ।  ২০২২ সালে তিনি মিস ওয়ার্ল্ড চেক প্রজাতন্ত্র নির্বাচিত হন। ফলে নিজেকে মিস ওয়ার্ল্ডের মুকুটের যোগ্য দাবিদার হিসেবে তৈরির জন্য তিনি প্রায় দুই বছর সময় পেয়েছেন। কেননা, ২০২৩ সালে শিডিউল জটিলতার কারণে অনুষ্ঠিত হয়নি এই আয়োজনএ দুই বছরে ক্রিস্টিনা বঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন। স্কুলটির স্থাপত্যকৌশল থেকে শুরু করে লেখাপড়ার পদ্ধতি—সবই গতানুগতিক ধারা থেকে ভিন্ন

যুক্ত হয়েছেন বিভিন্ন মানবাধিকার সংস্থার সঙ্গে। পেশাগত ব্যস্ততার পাশাপাশি স্কুলে শিশুদের পড়ানও এই সুন্দরী। ফলে তিনি ‘বিউটি উইথ পারপাস’ প্রজেক্টে এগিয়ে ছিলেন
প্রাণিবাদী হিসেবেও নামডাক আছে তাঁর  সবুজ চোখের কারণে শুরুতেই তিনি নজর কেড়েছিলেন ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ছাড়িয়ে গেছে ১ লাখ ৮৪ হাজার

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status