ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৮ মাঘ ১৪৩১
রাঙ্গুনিয়া পূর্ব খিলমোগল সুন্নীয়া মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 4 March, 2024, 6:09 PM

রাঙ্গুনিয়া পূর্ব খিলমোগল সুন্নীয়া মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

রাঙ্গুনিয়া পূর্ব খিলমোগল সুন্নীয়া মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড রাঙ্গুনিয়া পূর্ব খিলমোগল সুন্নীয়া মাদ্রাসা'র বার্ষিকী ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার(৪ মার্চ) সকাল ১০টায় মাদ্রাসা সংলগ্ন মাইজপাড়া জামে মসজিদ মাঠে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাদ্রাসার আজীবন দাতা সদস্য বিশিষ্ট দানবীর ও সমাজসেবক মুহাম্মদ শাহজাহান। 

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ ইসকান্দর হোসাইন আলকাদেরী'র সভাপতিত্বে ও সহ-সুপার মাওলানা মহিউদ্দিন নেছারী'র সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মাদ্রাসার উপদেষ্টা  অধ্যাপক ড. মুহাম্মদ মোজাহেরুল আলম, উদ্বোধক ছিলেন মাদ্রাসার উপদেষ্টা এম.এ.করিম ইকবাল চৌধুরী বাদল, বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ববিউল আলম সওদাগর, প্রতিষ্ঠাতা সদস্য আমিন শরিফ, ইকবাল সওদাগর, সাবেক ইউপি মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ হাছান, ইউপি সদস্য নুরুন্নবী, ওমর ফারুক, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ ইউনুচ, মুহাম্মদ মুছা সওদাগর, আহমদ হোসেন, শিক্ষানুরাগী মুহাম্মদ আলমগীর চৌধুরী, প্রবাসী মুহাম্মদ ইদ্রিসসহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। 

এদিকে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। যেখানে মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকরা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ভিন্ন স্বাদের ২০ রকমের পিঠা প্রদর্শন করেন। পরে মাদ্রাসার কৃতি শিক্ষার্থী, শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান, ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদেরকে সনদ ও বার্ষিক ক্রীড়া সাহিত্য সংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status