ইনফিনিক্স নতুন ল্যাপটপে ব্যতিক্রম ৩ বৈশিষ্ট্যে
নতুন সময় প্রতিবেদক
|
তরুণদের জীবন এখন অনেকাংশেই যোগাযোগ নির্ভর। এমনকি প্রযুক্তিও নিয়ত পরিবর্তনশীল। ফলে ডিভাইসগুলো হতে হয় আপ-টু-ডেট। এমন প্রেক্ষাপটে সম্প্রতি ইনবুক সিরিজের নতুন ল্যাপটপ নিয়ে এসেছে তরুণদের জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। তবে নানা ধরনের ও নানা ব্র্যান্ডের ল্যাপটপ এখন বাজারে আছে। তাই প্রশ্ন আসতেই পারে- এই ভিড়ে ইনফিনিক্স ল্যাপটপ কীভাবে আলাদা? |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |