বিদেশি ডায়াবেটিস টেস্ট কিট দেশি মোড়কে বিক্রি
নতুন সময় প্রতিবেদক
|
বিদেশি ডায়াবেটিস টেস্ট কিট দেশি মোড়কে বিক্রি করছে ফার্মা সলিউশন। প্রতিষ্ঠানটি দোষ স্বীকার করলেও যুক্তি দেখাচ্ছে, মেয়াদ বাড়াতে তারা এ কৌশল নিয়েছে। এসব কিট নকল কিনা তা যাচাই করা হচ্ছে। প্রমাণ পেলে লাইসেন্স বাতিল করা হবে। গতকাল রোববার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ডেকে এমন হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনুমোদন না থাকলেও ডায়াবেটিস পরীক্ষার কিট বিক্রি করছে ফার্মা সলিউশনস। তারা জার্মান প্রতিষ্ঠান রোশো থেকে কিট আমদানি করত। কিন্তু চুক্তি শেষ হওয়ার পরও ভুয়া ব্যাচ নম্বর লাগিয়ে বাজারজাত করছিল। তাদেরকে তেজগাঁও কার্যালয়ে তলব করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আরও ওষুধ আমদানিকারকদেরও ডাকা হয়। এ সময় ভোক্তার মহাপরিচালক, ফার্মা সলিউশনসের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেন। তিনি জানান, নকল ও মেয়াদহীন ওষুধ বন্ধে অভিযান পরিচালনা করা হবে। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, কাস্টমসে যেহেতু ওষুধ আমদানির কোনো ডকুমেন্ট নেই, এখানে সম্পূর্ণ পরিষ্কার যে ফার্মা সলিউশনস অবৈধ ওষুধ রাখছে। এর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ সময় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক রুপালী চক্রবর্তী বলেন, ঋণপত্র খোলার জটিলতায় অবৈধভাবে কিট ও ওষুধ আমদানি করা হচ্ছে। এই খাতটিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। ডায়াবেটিসের এসব কিট বাজার থেকে তুলে নেওয়া হলেও যারা কিনেছেন তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |