ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৮ মাঘ ১৪৩১
চৌমুহনীতে আধুনিক মানের স্বাস্থ্যসেবা নিয়ে হেলথকেয়ার হাসপাতালের শুভ উদ্ভোধন
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Sunday, 11 February, 2024, 1:33 AM

চৌমুহনীতে আধুনিক মানের স্বাস্থ্যসেবা নিয়ে হেলথকেয়ার হাসপাতালের শুভ উদ্ভোধন

চৌমুহনীতে আধুনিক মানের স্বাস্থ্যসেবা নিয়ে হেলথকেয়ার হাসপাতালের শুভ উদ্ভোধন

নোয়াখালীর বেগমগঞ্জের বানিজ্যিক শহর চৌমুহনীর ডালিয়া মার্কেটে আধুনিক মানের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে ফিতা কেটে হেলথকেয়ার হাসপাতালের শুভ উদ্ভোধন ঘোষণা করা হয়েছে। 

মোরশেদ আলম কমপ্লেক্সের বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন চৌধুরী জীবনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নোয়াখালী শাখার সভাপতি ডাক্তার এম এ নোমান, বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আব্দুস ছালাম, চৌমুহনী ডাক্তার এসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোহাম্মদ আবু নাসের, সাধারণ সম্পাদক ডাক্তার নুর মোহাম্মদ, নোয়াখালী স্বাচিপ এর দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার শাহরিয়া শায়লা এবং হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার এম এ তাহের।

উদ্ভোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হেলথকেয়ার হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন।  এইসময় অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করনের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যে অতিথিরা বলেন, আধুনিক মানসম্মত, সর্বাধুনিক আন্তরিক স্বাস্থ্যসেবা ও উন্নত মেশিনারিজ নিয়ে
হেলথকেয়ার ডায়গনস্টিক সেন্টার থেকে রুপান্তরিত হয়ে হাসপাতালটি যাত্রা শুরু করেছে। সবার জন্য স্বল্পমুল্যে
আমরা সেবা দিয়ে যাবো এবং চৌমুহনীতে স্বাস্থ্যসেবা উন্নত এবং সবাই উপকৃত হবে। এই হাসপাতাল আপনাদের সেবক হিসেবে কাজ করবে। তাই সবার সম্বলিত প্রচেষ্টায় আধুনিক সেবা দেওয়ার আহবান জানান তারা।

এই সময় আরো উপস্থিত ছিলেন,  নোয়াখালীর সকল উপজেলা ও ইউনিয়নের পল্লী চিকিৎসক,বিভিন্ন মেডিসিন কোম্পানির রিপ্রেজেনটেটিভ,  রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status