কুড়িগ্রামে হত্যাকান্ডের স্বীকার সোয়ানের দাফন সম্পন্ন,ছাত্রলীগের ২ নেতা কারাগারে
আহম্মেদুল কবির,কুড়িগ্রামঃ
|
পৌর আ.লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে পিটিয়ে হত্যার পরদিন গতকাল শনিবার বেলা ৩.৩০ টায় ঈদগাহ মাঠে জানাজা নামাজের পর কুড়িগ্রাম ঘোষপাড়াস্থ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের জানাজা ও দাফনে শহরের শতশত লোক উপস্থিত ছিলো। উল্লেখ্য যে, ৯ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রামে পৌর আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলামকে সোয়ানকে ছাত্রলীগের দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে। এই অভিযোগে ৯ ফেব্রুয়ারি রাতেই ছাত্রলীগের সদর উপজেলার সাঃ সম্পাদক রেজভী কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সভাপতি ঝিনুকে গ্রেফতার করে পুলিশ।শেষ খবর পাওয়া পর্যন্ত ওই দুই ছাত্রলীগ নেতাকে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশে তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ, কুড়িগ্রাম জেলা শাখার পক্ষে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু আহম্মেদ ও সাঃ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন গভীর শোক প্রকাশ করে এক প্রেস বিজ্ঞপ্তিতিতে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং একই সাথে সোহানের মৃত্যুর কারণ উদঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |