ঢাকাই সিনেমার আলোচিত জায়েদ খান আবারও সুখবর দিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে খবরটি জানান অভিনেতা।
পোস্টে জায়েদ খান জানান, নতুন বছরে একটি নতুন গাড়ি কিনেছেন জায়েদ খান।
জানা গেছে, টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটি ২০২৩ সালের মডেল। গত ১০ জানুয়ারি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছেন অভিনেতা। তবে এখনো গাড়িটি ব্যবহার করতে পারছেন না তিনি।
এ বিষয়ে জায়েদ খান বলেন, ‘এখনো গাড়ির নম্বর হাতে পাইনি বলে ব্যবহার করছি না। গাড়িটি শোরুমেই আছে। আশা করছি খুব শিগগিরই কাগজপত্র সব হাতে পাব।’ এর আগে জায়েদ খানের কাছে টয়োটা হ্যারিয়ার মডেলের গাড়ি ছিল।
উল্লেখ্য, জায়েদ খান ২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ঢালিউডে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্নান। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। পরে ২০০৯ সালে মনতাজুর রহমান আকবরের ‘কাজের মানুষ’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘মন ছুঁয়েছে মন’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত ‘আমার স্বপ্ন আমার সংসার’ এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মায়ের চোখ’ ও ‘রিকশাওয়ালার ছেলে’।
এ অভিনেতার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: প্রতিশোধের আগুন, অন্তর জ্বালা, নগর মাস্তান, ভালোবাসা সীমাহীন, প্রেম করব তোমার সাথে, দাবাং প্রভৃতি।