সাধারণত বিয়ের পোশাকে তাক লাগান বলিউড তারকারা। কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম আমির খানের জামাতা নূপুর শিখর। হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে ইরা খানকে বিয়ে করলেন তিনি। যা দেখে হতবাক নেটিজেনরা।
এ পর্যন্ত তবুও ঠিক ছিল। যখন ফুলশয্যার রাতে বিছানা থেকে সেলফি পোস্ট করলেন সামাজিক মাধ্যমে, তখন কটাক্ষের শিকার হলেন নূপুর। নেটিজেনদের একটাই কথা, বিয়ে থেকে ফুলশয্যা সবটাই—স্যান্ডোতে সেরে ফেললেন! ‘লাল সিং চাড্ডা’ ফ্লপ হওয়ার পর কি আমিরের কাছে জামাইকে দেওয়ার মতো কিছুই নেই?
এদিকে স্যান্ডো গেঞ্জিতে বরকে দেখে অল্প হলেও ক্ষেপেছেন ইরা। দৌড়ঝাঁপ করে বিয়ের আসরে এসে পড়ায়, নূপুরের গায়ে নাকি ঘামের গন্ধ! তাই বিয়ে হতেই স্বামীকে সোজা বাথরুমে যেতে বলেছেন গোসল করতে। তারপর ছবি তুলবেন তিনি। সেই ভিডিওই এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।
ভারতীয় গণমাধ্যমের খবর, আইনি বিয়ে সেরেই আনুষ্ঠানিক বিয়ের প্রস্তুতি শুরু করবে ইরা ও নূপুরের পরিবার। উদয়পুরে তিন দিন ধরে হবে সেই রাজকীয় বিয়ে। আপাতত রেজিস্ট্রির পর তাজ ল্যান্ডস এন্ডে রিসেপশনের আয়োজন করা হয়েছে।
মেয়ের বিয়েতে অফ হোয়াইট পাঞ্জাবি ও গোলাপি পাগড়ি পরেন আমির। হাজির ছিলেন নীতা ও মুকেশ আম্বানি।