রিয়েলমির ইয়ার-এন্ড সেল-ব্রেশন ক্যাম্পেইন শুরু
নতুন সময় প্রতিবেদক
|
![]() রিয়েলমির ইয়ার-এন্ড সেল-ব্রেশন ক্যাম্পেইন শুরু শুধুমাত্র রিয়েলমি’র নিজস্ব স্টোর থেকে স্টক শেষ হওয়া পর্যন্ত এই ছাড় চলবে। ইয়ার-এন্ড সেল-ব্রেশন ক্যাম্পেইনের আওতায় রিয়েলমি সি৫৫ (৬+১২৮ জিবি) স্মার্টফোনটি এখন পাওয়া যাচ্ছে মাত্র ১৯,৯৯৯ টাকায়! যারা দ্রুত চার্জিং সুবিধা সম্পন্ন একটি ডিভাইস খুঁজছেন, তাদের জন্য ক্যাম্পেইনের বিশেষ মূল্যে রিয়েলমি সি৫৩ (৬+১২৮ জিবি) স্মার্টফোনটি রয়েছে মাত্র ১৫,৯৯৯ টাকায়। ডিভাইসটির অনন্য চার্জিং সুবিধার কারণে মাত্র ৪৬ মিনিটের মধ্যেই ব্যবহারকারীরা ১০০% চার্জ উপভোগ করতে পারবেন। বিশেষ এই অফারের আওতায় আরো রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা যুক্ত রিয়েলমি সি৫১ (৪+৬৪ জিবি), যার মূল্য এখন মাত্র ১২,৯৯৯ টাকা। এছাড়াও শক্তিশালী প্রসেসর যুক্ত রিয়েলমি সি৩০এস এর দুটি ভ্যারিয়েন্ট ইয়ার-এন্ড সেল-ব্রেশন’এর ছাড়মূল্যে এখন পাওয়া যাচ্ছে ৮,৯৯৯ টাকা (২+৩২ জিবি) এবং ১০,৯৯৯ টাকায় (৩+৬৪ জিবি)। ক্যাম্পেইনের আওতাভুক্ত প্রতিটি স্মার্টফোনের রয়েছে অনন্য সব ফিচার, যা তরুণ আর প্রযুক্তিপ্রেমীদের জন্য সেরা আকর্ষণ। উল্লেখ্য, দেশে প্রযুক্তিপ্রেমী ব্যবহারকারীদের অভিজ্ঞতার উন্নয়নে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে রিয়েলমি, যার মাধ্যমে স্মার্টফোনে কার্যকারীতা ও নান্দনিকতাকে প্রাধান্য দিয়ে থাকেন এমন ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে অবস্থান করছে ব্র্যান্ডটি। তাই রিয়েলমি’র সাথে ২০২৩ এর সমাপ্তিকে মনে রাখার মত করে তুলতে পারেন আপনিও!
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |