ফিলিস্তিনের জাতীয় কবির সঙ্গে মোসাদ এজেন্টের প্রেম
নতুন সময় ডেস্ক
|
![]() ফিলিস্তিনের জাতীয় কবির সঙ্গে মোসাদ এজেন্টের প্রেম তিনি লিখেছিলেন — 'আমি আমার জাতির সাথে বেইমানি করে, আমার শহর এবং তার পরাধীনতার শিকলগুলির বেদনা ভুলে গিয়ে হলেও তোমারে ভালোবাসি। এরপর যখন কবি আবিষ্কার করলেন, তার প্রিয়তমা প্রেমিকা ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করেন, তিনি লিখলেন "Between Rita and my eyes,There is a rifle" তখন গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় তার লেখা ‘রিটা অ্যান্ড দ্য রাইফেল’ কবিতাটি। দারবিশ আবার লিখেন — 'তোমার কাছে কিছুই ছিলো না যেই প্রেমটা, আমার কাছে সেইটা আমার অস্তিত্ব ছিলো'। -সংগ্রহীত পুনশ্চঃ প্রত্যেকটা সম্পর্কের মাঝেই তাক করা একটা রাইফেল থাকে, ঠিক দারবিশের কবিতায় যেটি ফুটে উঠেছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |