২৫ বছর বয়সে আমার দু'বার ব্রেকআপ হয়েছে, বর্তমান প্রেমিকও আমায় চায় না, মনের মানুষ কবে পাব?
|
একজন সঠিক সঙ্গী খুঁজে পাওয়ার ইচ্ছে আমাদের সবার মনেই থাকে। স্বাভাবিকভাবেই আমার মনেও ছিল, ভালো একজন ছেলের সঙ্গে সারাজীবন কাটাতে চাইতাম। আসলে এখনও চাই। পরামর্শ দিচ্ছেন রচনা আওয়াত্রামানি। রোম্যান্টিক রিলেশনশিপে দুজনের মধ্য়ে বোঝাপড়া থাকা খুব জরুরি। ভালোবাসা দুজনের উপরেই যেন সমাভাবে প্রভাব ফেলে। ডেটিংয়ের সময়েই আপনি বুঝতে পারেন, আপনি নিজের জন্যে সঠিক মানুষটি বেছে নিয়েছেন নাকি নেননি। অনেকসময়ে আমরা সত্য়িই বুঝে উঠতে পারি না যে, বিপরীতের মানুষটি আদৌ আমাদের উপযুক্ত কিনা। অতীতেও আপনার দুটি সম্পর্ক হয়েছিল। কিন্তু খুব বেশিদিন সেই সম্পর্ক টেকেনি। আপনার মনে হয়, আপনার প্রেমিক খুব বেশি কথা বলেন না। তিনি হয়তো সম্পর্কটা রাখতে চাইছেন না। আমি বুঝতে পারছি, আপনি খুবই কঠিন পরিস্থিতির মধ্য়ে আছেন। এই পরিস্থিতিতে এটা মেনে নেওয়া বেশ কষ্টকর। আপনাকেই নিজের সমস্যা সমাধান করতে হবে। আপনি এর আগে রোম্যান্টিক সম্পর্ক তৈরি করার জন্যে যে পরিশ্রম করেছেন, তা প্রশংসা করার মতোই। আপনি অতীতের ভুল থেকে নতুন করে শিখতে পারেন। সেই ভুল আর করবেন না। আপনি প্রয়োজনে একজন কাউন্সেলরের পরামর্শ নিতে পারেন। তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন। শেষে, আপনি আপনাকে এই কথা বলব যে, নিজের জন্য সময় বের করুন। নিজেকে আরও প্রতিষ্ঠিত করে তোলার দায়িত্ব কিন্তু আপনারই। প্রয়োজনে সময় নিন। নতুন করে কোনও সম্পর্ক তৈরি করার আগে বারবার ভাবুন। সেই বুঝে সিদ্ধান্ত নিন, যাতে আপনি ভালো থাকতে পারেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |