ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
হুইল চেয়ারেও গ্রেফতার এড়াতে পারলেন না মাহি!
প্রকাশ: Saturday, 18 March, 2023, 2:44 PM
সর্বশেষ আপডেট: Saturday, 18 March, 2023, 6:05 PM

হুইল চেয়ারেও গ্রেফতার এড়াতে পারলেন না মাহি!

হুইল চেয়ারেও গ্রেফতার এড়াতে পারলেন না মাহি!

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি ছদ্মবেশ ধারণ করে বিমানবন্দর থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন। এমনটাই ধারণা তাকে গ্রেফতার অভিযানে অংশ নেয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

বিমান থেকে বোরকা পরে নামেন তিনি। এছাড়া তাকে হুইল চেয়ারে বসে বিমানবন্দর থেকে বের হতে দেখা যায়। মাহিকে বিমানবন্দর থেকে বের করে আনার একটি ভিডিও ফুটেজ মিডিয়ার হাতে এসেছে।

তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়টি জেনে যাওয়ার কারণে তিনি এই বেশ ধারণ করে থাকতে পারেন বলে মনে করছেন পুলিশ সদস্যরা।

এদিকে বিমানবন্দরে হুইল চেয়ারে বসে থাকলেও মাহিকে যখন আদালতে নেয়া হয় তখন সেই চেয়ার আর দেখা যায়নি। আদালত থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের সাথে কথা বলারও চেষ্টা করেন।

পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শনিবার (১৮ মার্চ) দুপুরে মাহিয়া মাহিকে গ্রেফতার করে পুলিশ।

বেলা ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে নেয়া হয় বাসন থানায়। সেখান থেকে আদালতে হাজির করা হয় মাহিকে।

গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানো আদেশ দেন। পরে তাকে গাজীপুর জেলা কারাগারে নেয়া হয়।

এদিন সকাল ১০টা ৫০ মিনিটে মাহিয়া মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে ওমরাহ পালন করতে যাওয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে শুক্রবার (১৭ মার্চ) ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।

এ সময় তিনি দাবি করেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেই শোরুমে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। হামলাকারীরা তার শোরুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শোরুমের বিভিন্ন আসবাব, দরজা-জানালার কাঁচ, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ডও খুলে ফেলেছে। দুর্বৃত্তরা তার অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে।

ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মাহি।

ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেয়ার অভিযোগ তোলেন মাহি। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে মাহিয়া মাহি ও রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ।

শুক্রবার রাতে বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ২৫/১ পল্লবী, মিরপুর ১২, ঢাকা- ১২১৬
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: newsnotunsomoy@gmail.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status