ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
দুবাই গিয়েও যে কারনে আরাভ খানের অনুষ্ঠানে অংশ নিতে পারেননি দীঘি
প্রকাশ: Saturday, 18 March, 2023, 1:41 PM
সর্বশেষ আপডেট: Sunday, 19 March, 2023, 2:17 PM

দুবাই গিয়েও যে কারনে আরাভ খানের অনুষ্ঠানে অংশ নিতে পারেননি দীঘি

দুবাই গিয়েও যে কারনে আরাভ খানের অনুষ্ঠানে অংশ নিতে পারেননি দীঘি

পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খানের জুয়েলার্সের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গেছেন চিত্রনায়িকা দীঘি; তবে জুয়েলার্সের উদ্বোধনী আয়োজনে দেখা যায়নি তাকে।

স্থানীয় সময় বুধবার রাত ৮টায় আরাভ জুয়েলার্সে যান তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, উপস্থাপক দেবাশীষ বিশ্বাসসহ আরও অনেকে। 

এই জুয়েলার্সের উদ্বোধনী আয়োজনে অংশ নিতেই দুবাইয়ে গেছেন দীঘি, কিন্তু সেখানে তাকে দেখা যায়নি। এর কারণ হিসেবে দীঘি গণমাধ্যমকে বলেন, সেই আয়োজনে কোনো পরিবেশনার কথা ছিল না, যোগ দেওয়ার কথা ছিল। রাস্তায় অনেক জ্যাম ছিল, বের হতেও দেরি হয়েছিল। পরে ওখানে গিয়ে দেখি, অনেক ভিড়। ঢোকাটাও একটু ঝুঁকি ছিল। তাই সেখানে যোগ দিতে পারিনি। পরে শারজায় আরেকটি অনুষ্ঠান ছিল; সেখানে গেছি।

এদিকে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বিপাকে পড়েছেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। 

যেহেতু আরাভ খান হত্যা মামলার পলাতক আসামি, তাই তদন্তের স্বার্থে প্রয়োজনে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটনের ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ২৫/১ পল্লবী, মিরপুর ১২, ঢাকা- ১২১৬
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: newsnotunsomoy@gmail.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status