সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারকে (Madhumita Sarcar) শুনতে হলো কাজের খোঁচা। নেট দুনিয়ায় তিনি যে বেশ জনপ্রিয় তা আর নতুন করে বলে দিতে হয় না। ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা সঙ্গে সঙ্গে ভাইরাল হতে শুরু করে।
মধুমিতা যেমন ছবিই পোস্ট করুক তা হয়ে যায় ভাইরাল। ক্যামেরার সামনে কাজ করার পাশাপাশি নেট দুনিয়ায় বেশ সক্রিয় মধুমিতা। নানান সময়ে স্বল্প পোশাকে তাকে ফটোশ্যুট করতে দেখা যায়। কখনও পাশ্চাত্য সাজে আবার কখনও বাঙালিয়ানায় নিজেকে সাজিয়ে তোলেন মধুমিতা।
কিলার লুকে সাহসীকতার সীমা ছাড়ালেন মধুমিতা
সম্প্রতি তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে তিনি নিজেকে দুধ সাদা রং-এর পোশাকে ধরা দিয়েছেন। টেলিভিশনের পর্দায় তার প্রথম পদার্পণ ধারাবাহিকের হাত ধরে।’বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর তসকে আর ফিরে তাকাতে হয়নি। মধুমিতার জনপ্রিয়তা বাড়তে শুরু করে।
কিলার লুকে সাহসীকতার সীমা ছাড়ালেন মধুমিতা
সম্প্রতি মধুমিতা বেশ সাধারণ লুকেই ধরা দিয়েছেন। কখনও দাঁড়িয়ে, কখনও বসে নানান ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি।পোশাকের ফাঁক থেকে স্পষ্ট হয়ে উঠেছে বক্ষ বিভাজিকা। আর তারপরই ছবি হয়ে গিয়েছে ভাইরাল। কেউ কেউ কটাক্ষ করে বলেছেন “শুধু ফটোশ্যুট না করে কাজও তো করতে পারো”। আবার কেউ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এবং লিখেছেন, ” হটি”।