পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পরে শাজাহান আলী বাবু (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।আজ সোমবার (১৩ই মার্চ) সকালে উপজেলার ঈশ্বরদী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাজাহান আলী ঈশ্বরদী থানা পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক সকাল ৯.৪৫ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী রেলগেট ক্রসিং করছিল। এ সময় তাড়াহুড়ো করে রাস্তা পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য,নিহত শাজাহান ঈশ্বরদী খাদ্য সংরক্ষণগারে প্রহরী হিসাবে দায়িত্বরত ছিলেন বলে জানা যায় ।