ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১
আমি এখন কোথায় আছি ? আমার লোকেশন কোথায় ? কিভাবে জানবো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 February, 2023, 12:35 PM

আমি এখন কোথায় আছি ? আমার লোকেশন কোথায় ? কিভাবে জানবো

আমি এখন কোথায় আছি ? আমার লোকেশন কোথায় ? কিভাবে জানবো

আমি এখন কোথায় আছি: আপনার স্মার্টফোনে থাকা সেই “Google Maps” এপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা যেকোনো জায়গার থেকে যেকোনো জায়গার দিকনির্দেশ অনেক সহজেই পেয়ে যাবেন।

শহর, শপিং মল, হোটেল, দোকান, রাস্তা ইত্যাদি কি কোথায় আছে সবটা জানা সম্ভব এই এপ্লিকেশনের দ্বারা।

তবে, যদি আপনি এমন এক অচেনা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এবং আপনি মনে মনে ভাবছেন যে, “আমার লোকেশন কোথায়” বা “আমি এখন কোন জায়গায় আছি”, তাহলে চিন্তা করতে হবেনা।

Google maps বর্তমান সময়ে Google Play Store-এ থাকা সব থেকে দরকারী নেভিগেশন টুল গুলোর মধ্যে একটি।

এর দ্বারা আপনারা সহজেই যেকোনো জায়গার থেকে অন্য যেকোনো জায়গার দূরত্ব এবং দিকনির্দেশ গুলো সহজেই পেতে পারবেন।

এছাড়া, যদি নিজের location জানতে চাইছেন, মানে আপনি বর্তমানে কোন লোকেশনে দাঁড়িয়ে রয়েছেন, তাহলে সরাসরি গুগল ম্যাপ খুলেই সেটা জেনেনিতে পারবেন।

তাহলে চলুন, নিচে আমরা সরাসরি জেনেনেই, কিভাবে Google maps-এর মধ্যে আমার বর্তমান অবস্থান কোথায় (current location) সেটা জেনেনিতে পারবো।
গুগল আমি এখন কোথায় আছি | আমার লোকেশন কোথায় ?

যা আমি ওপরে বললাম, আপনারা অনেক সহজেই নিজের মোবাইলে Google Maps ব্যবহার করে নিজের বর্তমান লোকেশন জেনেনিতে পারবেন।

আপনার আসে পাশে কি কি জায়গা, রেস্টুরেন্ট, হোটেল, দোকান ইত্যাদি রয়েছে সেই বিষয়েও আপনারা জানতে পারবেন।

এছাড়া, গুগল ম্যাপ এর মধ্যে নিজের বর্তমান অবস্থান এবং গন্তব্যস্থান সেট করে আপনারা সম্পূর্ণ পথে নিজেকে ট্রাক করতে পারবেন।

চলুন তাহলে, আপনাকে কোন কোন ধাপ গুলো অনুসরণ করতে হবে সবটা আমরা নিচে জেনেনেই।

মনে রাখবেন, আপনি এখন কোথায় আছেন সেটা Google Maps-দ্বারা জানার জন্যে সবচেয়ে আগেই আপনার মোবাইলের “GPS” চালু থাকতে হবে।

বর্তমান লোকেশন জানার জন্যে Google Maps app-এর কাছে আপনার মোবাইলের built-in GPS ব্যবহার করার অনুমতি থাকতে হবে।

এছাড়া, নিজের মোবাইলের “settings” পেজ থেকে “Location” অপশনে ক্লিক করে location অপশনটি turned on রাখতে হবে।


-নিজের android mobile-এর থেকে Google Maps app ওপেন করুন।

-Maps app ওপেন করার সাথে সাথে আপনারা নিজের বর্তমান লোকেশন দেখতে পারবেন।

-অ্যাপ এর নিচের দিয়ে হাতের ডানদিকে আপনারা একটি “location button” দেখতে পারবেন।

-এই লোকেশন বাটনটিতে প্রেস / ক্লিক করার সাথে সাথে ম্যাপের মধ্যে একটি নীল বিন্দু হিসেবে আপনাকে দেখিয়ে দেওয়া হবে।

-আপনি যেখানে যেখানে যাবেন, সেই নীল বিন্দুটিও ম্যাপের মধ্যে সেইভাবে এগিয়ে বা পিছিয়ে যাবে।

-নিচে ছবিটি দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে কোথায় ক্লিক করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status