ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
আরফান-মিলির 'ব্লাড কানেকশন'
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 January, 2023, 2:23 PM

আরফান-মিলির 'ব্লাড কানেকশন'

আরফান-মিলির 'ব্লাড কানেকশন'

আসিফ একজন ইন্জিনিয়ার। পরিবারে আসিফ এবং রিমা। রিমা হলো আসিফের স্ত্রী। কোনোকিছুতেই কোনো অভাব নেই। পৃথিবীতে সাংসারিক জীবনের সুখের থেকে দ্বিতীয় কিছু নেই। তবুও  আসিফ এবং রিমার জীবনে সুখ নেই কারণ তাদের সন্তান নেই। রিমা তার বৈবাহিক জীবনের পরপরই সন্তান নিতে চেয়েছিলো কিন্তু আসিফ তখন রাজি ছিলো না।

এ নিয়ে পর পর তিন বার মিসক্যারেজ হয়েছে, ডাক্তার বলেছে "রিমা মা হবার ক্ষমতা হারিয়ে ফেলেছে"।

তাই আসিফ সন্তানের স্বাদ পাবার জন্যে, টেস্টটিউবের মাধ্যমে সন্তান জন্ম দেয়। আর এ কারণে রিমার আসিফকে বেশি অপছন্দ/ঘৃণা করে। রিমা মনে করে,  টেস্টটিউব এর মাধ্যমে সন্তান জন্ম দেয়া পাপ। তাই রিমা আসিফকে সম্পূর্ন দোষারোপ করে। আসিফের সাংসারিক জীবনে অশান্তি বাড়তে থাকে। এরকমই এগিয়ে যাওয়া গল্পে নির্মাণ হয়েছে নাটক ‘ব্লাড কানেকশন’। 

গল্পটি রচনা করেছেন এ প্রজন্মের তরুণ নাট্যকার সজিবুর রহমান পিন্টু, পরিচালনা করেছেন বর্তমান সময়ের অন্যতম একজন তরুণ নির্মাতা এস,আই, সোহেল। নাটকটিতে অভিনয় করেছেন, আরফান আহমেদ, ফারহানা মিলি,রোজি সিদ্দিকী, এথেনা অধিকারী,বাপ্পি আশরাফ, মাহফুজ এবং পিন্টু।

নির্মাতা জানান, নাটকটি শিঘ্রই একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ২৫/১ পল্লবী, মিরপুর ১২, ঢাকা- ১২১৬
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: newsnotunsomoy@gmail.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status