নরমাল ডেলিভারির জন্য কী কী প্রস্তুতি নেওয়া উচিত
নতুন সময় ডেস্ক
|
নরমাল ডেলিভারির জন্য কী কী প্রস্তুতি নেওয়া উচিত ডা. বেনজীর হক পান্না বলেন, প্রতি বারই যদি পেশেন্টকে ডেলিভারির ব্যাপারে কথা বলে দিই, কাউন্সেলিং করে দিই বা পেশেন্টকে বলে দিই কোন কোন ওয়েতে থাকলে সে নরমাল ডেলিভারি করবে। আমি সব সময় পেশেন্টকে বলি, লো কমোড ইউস করবে, হাই কমোড ইউস করো না। বাসায় অবশ্যই কিছু কাজ করবে। অনেকে মনে করে, প্রেগন্যান্সি মানে আমি অসুস্থ, আমি স্কুলে যাব না, কলেজে যাব না, অফিসে যাব না, ছুটি নিয়ে নেব, এটা নয়। তাকে বাসায় কিছু অ্যাকটিভিটিস করতে হবে। কিছু এক্সারসাইজ লাগবে। সকালে সে ১৫-২০ মিনিট হাঁটতে পারে, বিকেলে একটু হাঁটতে পারে, হাউসহোল্ড যেসব অ্যাকটিভিটিস আছে, যদি সে অ্যাকটিভিটিগুলো করে; সবচেয়ে বড় ব্যাপার হলো মাথায় এটা রাখা যাবে না যে আমি প্রেগন্যান্ট, আমি অসুস্থ। বিষয়টাকে সে যদি এনজয় করে, আমার একটা প্রেগন্যান্সি পিরিয়ড চলছে, সামেনে এটা টার্মিনেশন হবে। এ বিষয়গুলো প্রথম থেকেই জানতে হবে। ডা. বেনজীর হক পান্না যুক্ত করেন, আরও কিছু ব্যাপার আছে। যেমন সে কোথায় ডেলিভারিটা করবে, তার ডক্টর সব সময় অ্যাভেইলেবল কি না, ডেলিভারি করার সময় ব্লাড লাগবে কিনা, যদি লাগে কে সেটা দেবে, ফাইন্যান্সিয়াল কিছু বিষয় আছে, সবকিছু প্রথম থেকে মাথায় রাখতে হবে। পরিবারের সদস্যদেরও এ বিষয়গুলোর প্রতি নজর রাখা উচিত। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |