নতুন সময় ডেস্ক
|
![]() ‘নগদ’ অ্যাপের মাধ্যমে পেমেন্টে প্রাভা হেলথ দিচ্ছে ২০% ক্যাশব্যাক দেশের স্বাস্থ্যসেবা খাতে আর্থিক লেনদেন আরও সহজতর করতে ফিনটেক পরিষেবা বাস্তবায়ন করা হচ্ছে, যা নিঃসন্দেহে অনেকাংশেই রোগীদের ঝামেলা কমাচ্ছে। নগদ-এর সাথে প্রাভা’র এই ক্যাশব্যাক-ভিত্তিক অংশীদারিত্বের ফলে রোগীদের অর্থ সাশ্রয় হবে, যা তাঁরা ঔষধ ও অন্যান্য আনুষাঙ্গিক ইত্যাদি কেনার কাজে ব্যবহার করতে পারবেন। এই অংশীদারিত্ব সম্পর্কে, প্রাভা হেলথ-এর প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিলভানা কাদের সিনহা বলেন, “রোগীদের জীবনকে আরও সহজ ও স্বাস্থ্যকর করে তুলতে এবং সেরা অভিজ্ঞতা প্রদানে আমরা সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। সবসময়ই আমরা তাদের সেরা মানের স্বাস্থ্যসেবা দিয়ে থাকি এবং এখন নগদ-এর সাথে এই অংশীদারিত্বের ফলে আর্থিকভাবেও সাহায্য করতে পারবো।” প্রাভা হেলথ-এর গ্রাহকরা আগামী ৩১ জুলাই, ২০২২ তারিখ পর্যন্ত অফারটি উপভোগ করতে পারবেন। |