নতুন সময় ডেস্ক
|
![]() ঘুম ভাঙার সময় লিঙ্গ উত্থান ভাল না খারাপ! চিকিৎসকরা দিলেন চমকে দেওয়া তথ্য রক্ত চলাচল বিষয়ক যে সমস্যা মানুষের শরীরে থাকে, যাঁদের সকালে লিঙ্গ উত্থানের সমস্যা হয়, তাঁরা সে সব রোগে কম ভোগেন। এই রোগ মুক্তির সম্ভাবনা থাকে ২২ শতাংশ। চিকিৎসকরা বলছেন, এর ফলে বোঝা যায়, উক্ত মানুষটির শরীরে সঠিক মাত্রায় রক্ত চলাচল করতে পারে। এর ফলে সুস্থ অর্গাজম হয় বলেও চিকিৎসকরা জানিয়েছেন। ব্রিটিশ সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিনের প্রধান জিওফ হ্যাকেট একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, যদি ভোরবেলা লিঙ্গোত্থান না হয়, তা হলে বুঝতে হবে শরীরের ধমনী ফেরত রক্ত চলাচলে সমস্যা রয়েছে। পাশাপাশি চিকিৎসকরা এটাও বলেছেন, সকালের লিঙ্গোত্থান না হওয়া আসলে হৃদয়ের রোগের ইঙ্গিত। এর ফলে তিন থেকে পাঁচ বছরের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে যায়। ঘুমের যে আরইএম অংশ আছে, মূলত পাতলা ঘুমের অংশ, সেই সময়েই লিঙ্গোত্থানের ঘটনা ঘটে। সেই কারণে পাতলা ঘুম যখন ভাঙে তখনই কোনও পুরুষ এটি অনূভব করতে পারেন। এক রাতে এই ঘটনা ঘটতে পারে পাঁচ বার। |