২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টের আর বাকি মাত্র ২০০ দিন। তাই এই আসর ঘিরে কাতারে চলছে নানা উৎসবের আয়োজন। ফুটবল মহাযজ্ঞ শুরুর আগেই ফুটবল ভক্তদের আনন্দে মাতিয়ে তুললো আয়োজক দেশ কাতার ও ফিফা সংস্থা।
কাতারে বসবাসরত ফুটবল প্রেমিদের বিনোদন দিতে দেশটির বিভিন্ন প্রান্তে চলছে আন্তর্জাতিক ফিফা ফুটবল বিশ্বকাপ (অরিজিনাল) ট্রফি প্রদর্শনী। এই ট্রফি দেখতে আসা উৎসুক জনতার দীর্ঘ সারিবদ্ধ লাইন দেখা যায়। এতে বিভিন্ন দেশের অভিবাসীদের পাশাপাশি ভিড় করেন বাংলাদেশিরাও। বিশ্বকাপ ট্রফি সামনে থেকে দেখবে, এযেনো অনেকের কাছে সপ্নের মতো।
বিশ্বকাপ ট্রফি স্ব চোখে দেখতে পেয়ে আনন্দিত কাতারের অভিবাসীরা। অনেকে ট্রফির সাথে ছবি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আনন্দের অনুভূতি প্রকাশ করেন। ট্রফি প্রদর্শনীর পাসেই চলে ছোট শিশুদের চিত্রাঙ্কন এছাড়া দর্শনার্থীদের জন্য ছিলো ফুটবল দিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা।