ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
বিছুটি পাতার চা? এই চা আসলেই সুস্বাস্থ্যের ঔষধ
নতুন সময় ডেস্ক :
প্রকাশ: Thursday, 14 April, 2022, 2:22 PM
সর্বশেষ আপডেট: Thursday, 14 April, 2022, 2:32 PM

বিছুটি পাতার চা? এই চা আসলেই সুস্বাস্থ্যের ঔষধ

বিছুটি পাতার চা? এই চা আসলেই সুস্বাস্থ্যের ঔষধ

ছেলেবেলায় কাউকে জব্দ করতে হলে অনেকেই বিছুটি পাতার (চুতরা পাতা বা চুলকানি পাতা) ব্যবহার করেছেন রসিকতার ছলে! তবে এই পাতার স্বাস্থ্যগুণ শুনলে অবাক হবেন।

বিছুটি পাতার (চুতরা পাতা বা চুলকানি পাতা) নাম শুনলেই সারা গায়ে যেন চুলকানি শুরু হয়ে যায়। ছেলেবেলায় কাউকে জব্দ করতে হলে অনেকেই এই পাতার ব্যবহার করেছেন রসিকতার ছলে! তবে এই পাতাটি স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী—সেই খবর রাখেন?

এই পাতা শুকনো করে ব্যবহার করলে সুস্বাস্থ্যের দাওয়াই হতেই পারে। বিছুটি পাতায় (চুতরা পাতা বা চুলকানি পাতা) রয়েছে ফ্যাট, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, প্রোটিন-সহ একাধিক খনিজ উপাদান।

কোন কোন রোগ ঠেকাতে পারে এই পাতা?

১) বিছুটি পাতার  (চুতরা পাতা বা চুলকানি পাতা) অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ শরীরে যে কোনও রকম সংক্রমণ ঠেকিয়ে রাখতে দারুণ উপকারী। অনেক মহিলাই মূত্রনালীতে সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই)-এর সমস্যায় ভোগেন। এই পাতা শরীর থেকে ক্ষতিকারক ব্যাক্টেরিয়াগুলিকে বার করে দিতে সাহায্য করে।

২) বিছুটি পাতার (চুতরা পাতা বা চুলকানি পাতা) নির্যাস দিয়ে অনেক রকম ব্যথানাশক ওষুধ তৈরি হয়। বাতের ব্যথা উপশমে এই পাতা বেশ উপকারী। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে এই পাতার চা নিয়মিত খেলে বাতের ব্যথা আরাম পাওয়া যায়।

৩) ডায়াবেটিক রোগীদের জন্যেও এই পাতার জুড়ি মেলা ভার। এই পাতার রস খেলে শরীরে ইনসুলিন হরমোনের ক্ষরণ বাড়ে। এই হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৪) কিডনিতে পাথর জমলেও এই পাতার চা খেলে উপকার পেতে পারেন। হাড়ের স্বাস্থ্য ভাল রাখতেও এই পাতার উপর ভরসা রাখতে পারেন।

৫) গরমে অনেকের ত্বকেই ঘামাচির সমস্যা হয়। এ ক্ষেত্রেও বিছুটি পাতার (চুতরা পাতা বা চুলকানি পাতা) রস খেলে উপকার পেতে পারেন। র‌্যাশ ও অ্যালার্জির সমস্যাতেও এই পাতা দারুণ কাজ দেয়।

কী ভাবে বানাবেন বিছুটি চা?

বিছুটি পাতা (চুতরা পাতা বা চুলকানি পাতা) শুকিয়ে গুঁড়ো করে নিন। এ বার একটি পাত্রে জল গরম করে এক চামচ এই গুঁড়ো মিশিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন। তার পর ছেঁকে নিয়েই পান করুন এই ওষুধ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status