নতুন সময় ডেস্ক
|
![]() উর্বশীর গায়ে ৪০ কোটি রুপির হীরা খচিত সোনার গাউন নিজের ফ্যাশন স্টেটমেন্ট ও বিলাসবহুল জীবনযাত্রার কারণে বরাবরই চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। সম্প্রতি ইনস্টাগ্রামে হীরা খচিত সোনার গাউন পরা বেশ কিছু ছবি পোস্ট করেছেন উর্বশী। যা দেখে রীতিমতো চোখ ধাঁধিয়েছে নেটিজেনদের। ‘আরব ফ্যাশন উইক’-এ গাউনটি পরে হাজির হয়েছিলেন অভিনেত্রী। উর্বশীই প্রথম ভারতীয়, যিনি সেখানে অংশ নিয়েছেন। এই আসরে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার গাউন। ![]() উর্বশীর গায়ে ৪০ কোটি রুপির হীরা খচিত সোনার গাউন ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ফার্ন ওয়ান আমাতোর ডিজাইন করা এই গাউনের মূল্য ৪০ কোটি রুপি। এখানেই শেষ নয়, বলা হচ্ছে এর আগে এত দামের গাউন পরে এমন ফ্যাশন উইকে র্যাম্পে কেউ হাঁটেননি। ডিজাইনার ফার্ন ওয়ান আমাতো এই বিশেষ গাউনের নাম রেখেছেন ‘ক্লিওপেট্রা রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ড আউটফিট’। বিয়ন্সে জিযেল নোলস ও জেনিফার লোপেজের মতো বিখ্যাত তারকার পোশাক ডিজাইন করেছেন আমাতো। তবে আপাতত নেটমাধ্যমে নজর কেড়েছে তার ডিজাইন করা উর্বশীর এই গাউন। |