ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
বাগমারায় আ’লীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 10 January, 2022, 2:56 PM

বাগমারায় আ’লীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বাগমারায় আ’লীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

রাজশাহীর বাগমারায় উপজেলা আ’লীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কর্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে দলীয় কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ের সালেহা ইমারত মিলনায়তনে উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপরে স্মৃতিচারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার মহা নায়ক। তাঁর ডাকে দেশের স্বাধীনতা অর্জনে ঝাঁপিয়ে পড়েছিলেন আপামর জনগণ। ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পেয়েছি স্বাধীন দেশ স্বাধীন পতাকা। দীর্ঘদিন পাকিস্তানের কারাগারে বন্দি থাকার পর ১০ জানুয়ারী দেশের মাটিতে পা রাখেন এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁকে বরণ করতে লাখ লাখ জনতা ভিড় জমায় বিমানবন্দরে। জাতির জনক দেশে প্রত্যাবর্তনের পরই স্বাধীনতার পরিপূর্ণ আসে। জাতির জনকের ত্যাগ আজীবন মনে রাখবে বাঙ্গালী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী কমিটির সদস্য জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ভবানীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি, আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুৃর খাতুন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status