ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
মানিব্যাগে এই জিনিসগুলি রাখলে আর্থিক সংকটে পড়তে পারেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 20 July, 2021, 6:22 PM

মানিব্যাগে এই জিনিসগুলি রাখলে আর্থিক সংকটে পড়তে পারেন

মানিব্যাগে এই জিনিসগুলি রাখলে আর্থিক সংকটে পড়তে পারেন

কেউ রাখেন পকেটে, কেউ সাইড ব্যাগে। বাইরে বের হলে ছোট্ট মানিব্যাগটা সকলের কাছেই থাকে। শুধু টাকা নয়, তাতে থাকে অনেক দরকারি জিনিসপত্র। কেউ মানিব্যাগের ভিতরে ঠাকুরের ছবি রাখতে পছন্দ করে, কেউ আবার প্রিয়জনের ছবি ভিতরে রাখতে ভালবাসেন। বিজনেস কার্ড, স্লিপ, দোকানের বিলও রাখা হয় ছোট ওই ব্যাগটির ভিতরে। অজান্তে আবার এমন কিছু জিনিস রাখা হয় যাতে আর্থিক ক্ষতি হতে পারে। আর এ বিষয়েই সতর্ক করলেন বাস্তু বিশেষজ্ঞরা।

বাস্তু নিয়ে যাঁরা চর্চা করেন তাঁদের মতে, কয়েকটি জিনিস মানিব্যাগে একেবারেই রাখা উচিত নয়। যেমন ছেঁড়া টাকার নোট। টাকা মানে লক্ষ্মীর দান। সুতরাং ছেঁড়া নোট মানিব্যাগে রাখলে ধনদেবী রুষ্ট হন। এতে আর্থিক ক্ষতি হতে পারে।

পুরনো ছবিও মানিব্যাগে রাখা উচিত নয়। অতীত মানেই পিছু টান। মনে করা হয়, এতে উন্নতির পথে বাধার সৃষ্টি হয়। জীবনে নানা অশান্তি লেগে থাকে।

মানিব্যাগের ভিতরে বাজেভাবে কাগজ রাখবেন না। এতে ব্যগটি অপরিষ্কার তো হয়ই পাশাপাশি অর্থের অপচয়ও হয়। কখনই বেশি সঞ্চয় করতে পারবেন না।

অতিমারী আবহে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাই মানিব্যাগটিও যতটা পারবেন পরিচ্ছন্ন রাখবেন। পারলে টাকা ও পয়সা আলাদা জায়গায় রাখবেন। এতে হিসেব থাকবে কত টাকা আপনার মানিব্যাগে রয়েছে। ফলে আচমকা বেশি খরচা করতে পারবেন না। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পারলে মানিব্যাগে দেবী লক্ষ্মীর ছবি রাখা যেতে পারে। অনেকে আবার শ্রী যন্ত্রের ছবিও রাখেন। তাঁদের বিশ্বাস, এতে সুখ ও সমৃদ্ধি দু’টোই বৃদ্ধি পায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status