ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩ বৈশাখ ১৪৩১
বিশ্ব মাতাবে যেসব ফ্যাশন ট্রেন্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 February, 2021, 7:04 PM

বিশ্ব মাতাবে যেসব ফ্যাশন ট্রেন্ড

বিশ্ব মাতাবে যেসব ফ্যাশন ট্রেন্ড

ফ্যাশন দুনিয়ায় গেল বছর বেশ কিছু পরিবর্তন এসেছে। করোনা মহামারির কারণে ফেস মাস্ক অন্যতম ফ্যাশন অনুষঙ্গ হিসেবে জায়গা করে নিয়েছে। এছাড়া কম-বেশি সবাই হাইজিন মেনে চলা যায় এমন পোশাক ও অনুষঙ্গ বেছে নেয়ার চেষ্টা করেছেন।

বিশ্বজুড়ে বহু ফ্যাশন ইভেন্ট বাতিল হয়ে গেছে। ফলে ডিজাইনারদের নতুন সব কাজ প্রকাশের ধারাও ছিল অন্যবারের তুলনায় কম। নতুন বছরে এসব বাধা কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে ফ্যাশন ইন্ডাস্ট্রি। ২০২১ সালে কেমন ফ্যাশন পছন্দ করবেন তরুণরা? কেমন ট্রেন্ডই বা মাতাবে বিশ্ব? ভোগ এবং দ্য ট্রেন্ড স্পটার ম্যাগাজিন জানাচ্ছে সেটাই।
বিশ্ব মাতাবে যেসব ফ্যাশন ট্রেন্ড

বিশ্ব মাতাবে যেসব ফ্যাশন ট্রেন্ড


> ফেস মাস্ক থাকবে বছরজুড়ে। তবে রঙিন ও ঝলমলে মাস্কের বদলে কালো মাস্কের ট্রেন্ড চলবে এ বছর।   

> ফ্যাশনে ফিরে আসবে বাইকার লেদার জ্যাকেট।

> বেলুন স্লিভ বা ফোলা হাতার পোশাকের প্রচলন দেখা যাবে।

> ফিশনেটের আধিক্য বাড়বে ফ্যাশনে।

> আশির দশকের ঢিলা জ্যাকেট/ব্লেজারের চল ফিরে আসবে নতুন করে।

> গাঢ় রঙের সিল্কি ও ফ্লোরাল হেড স্কার্ফে চুল বাঁধতে পছন্দ করবেন ফ্যাশনসচেতনরা।

> পোশাকে প্যাস্টেল রঙ প্রাধান্য পাবে।

> সাদা রঙের হাই বুটের প্রচলন থাকবে বছরজুড়েই।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status